দারিদ্র্য ও মানবাধিকার নিয়ে বিতর্কে আমাদেরকে সহায়তা করুন

Amnesty International logo

দারিদ্র্য ও মানবাধিকার নিয়ে বিতর্কে আমাদেরকে সহায়তা করুন


প্রিয় পাঠক,

মর্যাদার দাবী প্রচারাভিযানের লক্ষ্য হলো দরিদ্র মানুষের অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা প্রদানের কার্যক্রম জোরদার করার মাধ্যমে বিশ্বকে দারিদ্র্য মুক্ত করা।Demand Dignity Badge এই প্রচারাভিযানকে এগিয়ে নিয়ে যেতে দরকার নেতৃত্ব, জবাবদিহিতা ও স্বচ্ছতা, যা মানুষের দারিদ্র্যের কারণ মানবাধিকার লংঘন অবসানের জন্য অপরিহার্য।তবে এখনো অনেকে দারিদ্র্যের সঙ্গে মানবাধিকারের যোগসূত্র থাকার বিষয়টি বিশ্বাস করেন না। তাদের চিন্তায় ও বিশ্বাসে পরিবর্তন আনতে আমাদের দরকার আপনার সহযোগিতা।

আপনি কিভাবে এই কাজে যুক্ত হতে পারেন?

আপনার নিজের যদি ব্লগ থাকে কিংবা আপনি যদি অনলাইন ফোরামগুলোতে সক্রিয় হন, তবে আমরা আপনার কথা শোনার অপেক্ষায় আছি। আপনি যে আমাদের সঙ্গে যুক্ত হতে চান সেকথা উল্লেখ করে আপনার নাম, দেশ আর শহরের নাম এবং আপনার ব্লগের লিঙ্ক কিংবা অনলাইনে প্রকাশিত আপনার লেখা আমাদেরকে ইমেইল করে পাঠান Bangla.OnlineCommunity@amnesty.org ঠিকানায়। আপনার আবেদনপত্র গৃহীত হলে আমরা আপনাকে একটি আমন্ত্রণপত্র পাঠাবো সেসঙ্গে পাঠাবো কণ্ঠ দূত বিষয়ক উপকরণ (ভয়েস এম্বাসেডর টুলকিট), এবং প্রতিমাসে আপনার ঠিকানায় পাঠানো হবে মাসিক ইমেইল, যা আপনি আপনার অনলাইন লেখালেখির কাজে ব্যবহার করতে পারবেন।

আপনি কেন?A Nairobian's Perspective Blogpost on Demand Dignity

আপনার স্বাতন্ত্র্যসূচক সুনির্দিষ্ট বক্তব্য আমাদের প্রচারাভিযানের সাফল্য লাভ সম্ভব করে তুলবে। আপনি যখন কথা বলেন, মানুষ শোনে, এবং সম্মিলিতভাবে তখন আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারি। তাছাড়া, আপনার নিজের সমাজ, দেশ কিংবা অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আপনার জ্ঞান ও দক্ষতার কোন বিকল্প নেই।

আমরা কিভাবে আপনাকে সহায়তা করবো---

• কণ্ঠ দূত উপকরণ (ভয়েস এম্বাসেডর টুলকিট) সরবরাহ

• অনলাইনে লেখালেখির জন্য সহায়ক মাসিক ইমেইল প্রেরণ

• অনলাইন কমিউনিটি টিমের সদস্যদের সঙ্গে স্কাইপি সফটওয়্যার ব্যবহার করে যোগাযোগের সুযোগ (স্কাইপি ওয়েবিনার)

• একটি প্রাইভেট ইমেইল তালিকায় অন্তর্ভুক্তি যার ফলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনলাইন টিম এবং বাকি কণ্ঠ দূতদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

বর্তমান কণ্ঠ দূতদের কয়েকটি ব্লগপোস্ট

মারভিন টুম্বা, কেনিয়া

সংশপ্তক আকাশ, বাংলাদেশ

এই ইমেলটি আপনার আরো দশজন বন্ধুর কাছে পৌছে দিন। মানবাধিকা‍রের প্রতি আপনার অব্যাহত সমর্থন ও অঙ্গীকারের জন্য আপনাকে ধন্যবাদ।

অনলাইন কমিউনিট টিম

আলাফিয়া, বুদ্ধ, জেনিফার এবং জেরেমি

আমাদের অনলাইন কমিউনিটিতে যোগ দিন

Facebook African | Arabic | Asia Pacific Youth | Bangla | India | Latin American
Twitter English | India | Spanish

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক সচিবালয়

1 Easton Street
London, WC1X 0DW
United Kingdom

Comments

Popular posts from this blog

In The Name of blasphemy - (part One)

Blasphemy trials in Pakistan reveal a broken justice system